নিউজ ডেস্ক: মহামারী করোনা সংক্রমণ আবারো বেড়ে যাওয়ায় যশোরে সাত দিনের ‘কঠোর বিধিনিষেধ’ ঘোষণা করা হয়েছে।
বুধবার মধ্যরাত থেকে এ কঠোর বিধিনিষেধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তমিজুল ইসলাম খান জানিয়েছেন।
জেলার অভ্যন্তরীণ সব রুটসহ আন্তঃজেলা রুটে বাস, ট্রেনসহ সব রকম গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। এ সময় রিকশা, ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, থ্রি-হুইলার, হিউম্যান হলারের চলাচলও বন্ধ থাকলেও বিমান চলাচল স্বাভাবিক থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।