শনিবার, ২৬ জুন, ২০২১, ১২:২৫:০৭

সব এনজিওর কিস্তি আদায় বন্ধের নির্দেশ যশোর জেলাপ্রশাসকের

সব এনজিওর কিস্তি আদায় বন্ধের নির্দেশ যশোর জেলাপ্রশাসকের

নিউজ ডেস্ক: অবশেষে জেলা প্রশাসন যশোরে লকডাউনে সব এনজিও প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসক এর পক্ষে বৃহস্পতিবার (২৪ জুন) অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব ত'থ্য জানানো হয়েছে।

বেনাপোল ও শার্শা উপজেলায় লকডাউনের সময়ে ভু'ক্তভোগি খেটে খাওয়া ঋণ গ্রহীতা যখন তাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছে, তখন এনজিও কর্মীরা বাড়ি বাড়ি কিস্তি আদায়ের জন্য ধরণা দিচ্ছেন, চাপ সৃষ্টি করে কিস্তি আদায় করা হচ্ছে। মা'মলার ও ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা চালায়।

বি'জ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামারি করোনাভাইরাস এর সং'ক্রমণ ও মৃ'ত্যুহার যশোর জেলায় অতিমাত্রায় বৃ'দ্ধি পেয়েছে। করোনাভাইরাস প্রতিরো'ধে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সময় সময় জা'রিকৃত পরিপত্র এবং এবং জেলা করোনা প্র'তিরোধ কমিটির সি'দ্ধান্ত অনুযায়ী ক'ঠোর বিধিনিষে'ধ আ'রোপ করা হয়েছে। ফলে শ্রমজীবি, কৃষক, ভ্যান রিক্সা চালক, চায়ের দোকানসহ নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ ঋণের কিস্তি প্রদানে অসমর্থ হয়ে পড়েছে ।

এমতাব'স্থায় এই জেলায় কর্মরত সকল এনজিও প্রতিষ্ঠান প্রধানকে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য অনুরোধ করা হল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে