বুধবার, ৩০ জুন, ২০২১, ০৮:১১:১৬

করোনাকালেও জো'রপূর্বক কি'স্তি আদায়, এনজিও কর্মীকে পুলিশে সোপ'র্দ

 করোনাকালেও জো'রপূর্বক কি'স্তি আদায়, এনজিও কর্মীকে পুলিশে সোপ'র্দ

যশোরের বেনাপোলে করোনাকালীন নিষে'ধ অ'মান্য করে জো'রপূর্ব'ক সমিতির কি'স্তি আদা'য়ের অভি'যো'গে পরিতোষ মন্ডল নামে একজন এনজিও কর্মীকে পুলিশে সোপ'র্দ করা হয়েছে। পরে কি'স্তির টাকা আর আ'দায় করবে না মু'চলেকায় মু'ক্তি পেয়েছে ওই কর্মী।

মঙ্গলবার বিকালে বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রাম থেকে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা আক্তার ও পৌর স্বাস্থ্য সহকারী হাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা তাকে ধ'রে পুলিশের হাতে তুলে দেন।

বেনাপোল পৌরসভার প্রধান সহকারী আব্দুল্লা আল মাসুম রনি জানান, করোনার ভ'য়াব'হতার এসময় বি'ধি-নি'ষেধ মান'তে মানুষ কাজ হা'রিয়ে এমনিতেই অস'হায় হয়ে পড়েছে। এ অব'স্থার মধ্যে জেলা প্রশাসক মহোদয় গ্রাহকদের কাছ থেকে এনজিওদের জোরপূর্ব'ক কি'স্তির অর্থ আদা'য়ে নিষে'ধাজ্ঞা জা'রি করেন। কিন্তু নিষে'ধ অমা'ন্য করে বিভিন্ন এনজিও সংস্থার সদস্যরা বাড়িতে বাড়িতে গিয়ে টাকা আদায়ে জো'র করছিলেন। ভু'ক্তভোগীদের কাছ থেকে এমন অভি'যোগ পেয়ে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নির্দেশে টিএমএস নামে এক এনজিও সদস্যকে ঘ'টনাস্থল থেকে ধ'রে পুলিশে দেওয়া হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খাঁন জানান, নির্দেশ অমা'ন্য করে সমিতির কি'স্তি আ'দায় করায় পৌর কর্তৃপক্ষ পরিতোষ মন্ডল নামে একজন এনজিও সদস্যকে ধ'রে পুলিশে দিয়েছিল। তবে বর্তমান পরি'স্থিতি'র মধ্যে আর কখনো কি'স্তি আদায়ে অস'হায় মানুষকে চা'প প্র'য়োগ করবে না শর্তে মু'চলেকা নিয়ে সমিতির কর্তৃপক্ষের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে