বুধবার, ২৮ জুলাই, ২০২১, ০৭:২৫:৩৯

পথহারা মাদরাসাছাত্রীকে রাতেই বাড়ি পৌঁছে দিলেন ইউএনও

পথহারা মাদরাসাছাত্রীকে রাতেই বাড়ি পৌঁছে দিলেন ইউএনও

এস আর সাঈদ, কেশবপুর প্রতিনিধি : যশোর জেলার কেশবপুর উপজেলায় পথ ভুলে যাওয়া মাদরাসাছাত্রী জিম খাতুনের মঙ্গলবার রাতেই প্রশাসনের পক্ষ থেকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, খুলনার ময়লাপোতা এলাকার রাজমিস্ত্রী আজিজুর রহমানের মেয়ে জিম খাতুন মঙ্গলবার সন্ধ্যায় কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের পাথরা এলাকার বংশীর বটতলা নামক বাজারে এসে পথ ভুলে কান্নাকাটি করতে থাকে। 

বৃষ্টির মধ্যেও মেয়েটি রাস্তার উপর ভিজে কান্নাকাটি করার দৃশ্য দেখে বাজারের লোকজন তার কাছে এসে পরিচয় জানতে চায়। তখন সে জানায়, চুকনগর আয়শা সিদ্দিকিয়া মহিলা মাদরাসায় পড়াশোনা করে। ভ্যানে বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে সে ওই স্থানে নেমে পথ চিনতে না পেরে কান্নাকাটি শুরু করে। রাত বাড়তে থাকায় মেয়েটির পরিবারে কোন সন্ধ্যান না পাওয়ায় বাজারের পাশে নাইম হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে রাখে। 

তিনি ওই মেয়েটির ছবি তুলে ফেসবুকে পোস্ট দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের নজরে আসে। তাৎক্ষণিক তিনি মেয়েটিকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলামকে ওই এলাকায় পাঠান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের নির্দেশনায় দ্রুত নাইম হোসেনের বাড়িতে উপস্থিত হই। ওই মেয়েটির নিকট থেকে তার নানার বাড়ির সন্ধ্যায় পাওয়া যায় কেশবপুর উপজেলার হদ গ্রামে। এলাকার ইউপি মেম্বর নার্গিস বেগমকে সঙ্গে নিয়ে রাত ১২টা ১৫ মিনিটে মেয়েটিকে হদ গ্রামের নানা নাজিম উদ্দিন সরদারের বাড়িতে উপস্থিত হয়ে নানির কাছে পৌঁছে দেওয়া হয়। এ সময় সেখানে মেয়েটির খালু আবুল বাশার উপস্থিত ছিলেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে