শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ০২:১০:৩৯

কনস্টেবলের চাকরি হারিয়ে এখন ডাকাত দলের সর্দার, এবার তার দলে এক ইউপি সদস্য

কনস্টেবলের চাকরি হারিয়ে এখন ডাকাত দলের সর্দার, এবার তার দলে এক ইউপি সদস্য

যশোরের বাঘারপাড়া থানায় কর্মরত অবস্থায় ছয় বছর আগে ডাকাতি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন পুলিশ কনস্টেবল মিজানুর রহমান। এ ঘটনায় পুলিশের চাকরি হারান তিনি। ছয় বছর পর বৃহস্পতিবার (১২ আগস্ট) সেই একই এলাকায় ডাকাতি করতে গিয়ে দলের তিন সদস্যসহ আটক হয়েছেন। 

এবার তার দলে পাওয়া গেছে কামরুজ্জামান (৩৫) নামের এক ইউপি সদস্যকে।কামরুজ্জামান যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য।

যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, ২০১৫ সালে বাঘারপাড়া থানায় কর্মরত অবস্থায় কনস্টেবল মিজানুর রহমান ডাকাতি করতে গিয়ে ধরা পড়েন। ওই ঘটনায় তিনি চাকরিচ্যুত হন। এরপর তিনি আন্তঃজেলা ডাকাত দল গঠন করেছেন। তার দলে শার্শার গোগা ইউপি সদস্যকামরুজ্জামানও রয়েছে। এ চক্রটি আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি করত।

ওসি রুপন কুমার সরকার জানান, বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে যশোরের বাঘারপাড়ার সুকদেবনগর এলাকায় পাঁকা রাস্তার উপর থেকে স্থানীয়রা একটি মাইক্রোবাসসহ চার ডাকাতকে আটক করে। খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ তাদের গ্রেফতার করেন। এ সময় ডাকাতি করা মাইক্রোবাস ও গাড়িতে থাকা দেড় লাখ টাকার বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে