টাকার অভাবে একটি মসজদি পাকা করা সম্ভব হচ্ছিল না। এমন সংবাদ পেয়ে এগিয়ে আসলে ইউনুস নামে এক পান বিক্রেতা, যার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামে।
দীর্ঘ ৩ বছর ধরে নিজের জমানো টাকা ও স্ত্রীর গহনা বিক্রি করে মোট আট লাখ টাকা মসজিদে দান করেছেন তিনি। বাবার আত্মার মাগফিরাত কামনায় তিনি এ অর্থ দান করেছেন। তার ওই দানের টাকায় মসজিদের ছাদ ঢালাই দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ইউনুস আলী শংকরপুর দক্ষিণপাড়ার মৃত কাশেম গাজীর ছেলে।