এমটিনিউজ২৪ ডেস্ক : যশোরের অভয়নগরে ভাতিজার ছুরিকাঘাতে রাজু আহম্মেদ (৪০) নামে একজন মারা গেছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) ভোররাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার প্রেসবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের বাবলাতলায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহতের ভাই ও হামলাকারী রাকিবুল ইসলামের (২৪) বাবা স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাজু চেঙ্গুটিয়া গ্রামের মৃত গোলাম নবী মোল্যার ছেলে। খোকন প্রেমবাগ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য। ঘটনার পর থেকে রাকিবুল পলাতক রয়েছেন।
প্রতিবেশী বারিক মোল্যা জানান, বৃহস্পতিবার দুপুরে রাজু আহম্মেদ তার ভাই জসিম উদ্দিন খোকনের ফ্রিজে আদা বাটা রাখেন। এ নিয়ে তখন খোকন মেম্বারের ছেলে রাকিবুলের সঙ্গে তার চাচা রাজুর বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় রাজু ঘর থেকে বের হলে রাকিবুল তার বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় রাজুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহতের ভাই খোকন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাজুর শারীরিক অবস্থার অবনতি হলে রাতে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শুক্রবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার ছেলে রাকিবুল ১০ বছর ধরে মানসিক রোগে আক্রান্ত বলেও জানান তিনি।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, ‘ছুরিকাঘাতে মৃত্যুর বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’