এমটিনিউজ২৪ ডেস্ক : যশোরে রিকশাচালককে প্রকাশ্যে মারধর ঘটনায় অভিযুক্ত নারী আইনজীবী আরতী রাণী ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে জেলা রিকশা-ভ্যান শ্রমিক লীগ।
মঙ্গলবার (৯ মে) বিকেলে যশোর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এ সময় ওই নারী আইনজীবীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষিত এবং আইনের মানুষ হয়েও আইনজীবী যে বেআইনি কাজ করেছেন তাতে আমরা নিজেরাই লজ্জিত। বিনাদোষে রিকশাচালককে প্রকাশ্যে মারধর ও জুতাপেটা করে ওই আইনজীবী ঘৃণিত কাজ করেছেন। যা দেশের সব আইনজীবীর জন্য মর্যাদাহানিকর। দ্রুত এ আইনজীবীকে শাস্তির আওতায় আনতে হবে।
যশোর জেলা রিকশা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি আবু তাহের মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইনছুর আলী, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী আবদুস সবুর হেলাল, জেলা শ্রমিক লীগের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী প্রমুখ।
মানববন্ধন চলাকালে সেখানে উপস্থিত হন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট। তিনি রিকশা-ভ্যান শ্রমিক লীগ নেতাদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং জানান, অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি ঘটনার শিকার রিকশাচালকের চিকিৎসার যাবতীয় ব্যয়ভারেরও আশ্বাস দেন।
এর আগে রোববার দুপুরে যশোর আদালতের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে সাইফুল ইসলাম নামে এক রিকশাচালককে মারধরের অভিযোগ ওঠে আইনজীবী আরতি রানী ঘোষের বিরুদ্ধে। ওই ঘটনার ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। অভিযুক্ত আইনজীবী শহরের অম্বিকা বসু লেনের মৃত নীলরতন ঘোষের স্ত্রী। আর ভুক্তভোগী রিকশাচালক সাইফুল ইসলাম (৪৮) সদর উপজেলার চড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিকশাচালক সাইফুল ইসলাম বলেন, ১৬ বছর এ শহরে রিকশা চালাই। ঘটনার দিন যশোর পাসপোর্ট অফিস থেকে একটি যাত্রী নিয়ে পৌর শহরের পালবাড়ির দিকে যাচ্ছিলাম। পথে আদালতের সামনের সড়কে এলে ওই নারী আইনজীবী হঠাৎ রাস্তা পার হওয়া শুরু করেন। তার গায়ে রিকশার চাকা লেগে যায়। আমি তাৎক্ষণিক নিচে নেমে তার কাছে মাফ চাই। তিনি আমার জামার কলার ধরেই গালাগালি দিতে দিতে চড়থাপ্পড় মারেন। বারবার তাকে মাফ চাই বললেও তিনি মারতে থাকেন।
সাইফুল আরও বলেন, এক পর্যায়ে আমি রিকশা ও যাত্রী নিয়ে পালিয়ে আসি। যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার পর ওই যাত্রী আমার মার খাওয়া দেখে ওষুধ কেনার জন্য ১০০ টাকাও দেন। এরপর গ্যারেজে রিকশা জমা দিয়ে বাড়িতে এ ঘটনা কাউকে না জানিয়ে বিশ্রাম নিই। পরে ভিডিওটি ভাইরাল হলে সবাই জানতে পারে। এরপর স্বজনরা আমাকে হাসপাতালে ভর্তি করে।
এদিকে রিকশাচালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় অভিযুক্ত নারী আইনজীবী আরতি রানীকে শোকজ করেছে যশোর জেলা আইনজীবী সমিতি। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজার সই করা নোটিশ মঙ্গলবার সকালে আইনজীবীর বাড়িতে পাঠানো হয়।
এ বিষয়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা বলেন, আইনজীবীদের প্রতীক কালো গাউন পরা অবস্থায় রিকশাচালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় আইনজীবীদের জন্য মর্যাদাহানিকর।
এ বিষয়ে বক্তব্য উপস্থাপনের জন্য আরতি রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। ওই নোটিশে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষ না হলে আরও কঠোর সিদ্ধান্ত নেবে সমিতি। মোর্তজা আরও বলেন, হাসপাতালে ভর্তি রিকশাচালকের আমরা খোঁজ রাখছি। তার চিকিৎসার সব খরচ সমিতি বহন করবে।