সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৪৩:০৪

বেনাপোল চেকপোস্টে পাসপোর্ট যাত্রী তল্লাশিকে কেন্দ্র করে বাকবতিন্ডা

বেনাপোল চেকপোস্টে পাসপোর্ট যাত্রী তল্লাশিকে কেন্দ্র করে বাকবতিন্ডা

বেনাপোল: ভারত থেকে দেশে ফেরা পাসপোর্ট যাত্রী কাষ্টমস পার হলে বিজিবি তাদের তল্লাশি করতে গেলে কোলকাতা যশোর মহাসড়কে ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির মধ্যে বাকবিতন্ডা শুরু হয় বলে অভিযোগ করেছেন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবির) নায়েক রফিকুল ইসলাম।

সোমবার বেলা ১২ টার দিকে এ বাকবতিন্ডার ঘটনাটি ঘটে।

এ বিষয়ে বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, আমাদের কাছে খবর আসে তৌহিদুল ইসলাম ( পাসপোর্ট নং- এই- ২৯৪১৬৯৭ ) ও সরোয়ার হোসেন (পাসপোর্ট নং বিই- ০৪৭৪৬৩২) এর নিকট ভারত থেকে আনা অবৈধ মাল রয়েছে। সেই সংবাদের ভিত্তিতে আমারা কাষ্টমস পার হলে তার ব্যাগ তল্লাশির জন্য ক্যাম্পে নিয়ে যেতে চাইলে আসাদ নামে এক পুলিশ কন্ষ্টবল বাধা দেয়। এ নিয়ে দুজনের ভিতর কথাকাটাটির এক পর্যায়ে উক্ত যাত্রীদের ক্যাম্পে নিয়ে আসা হয়। এবং যাত্রীদের কাছে অবৈধ কোন মাল না পোয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

তিনি আরো জানান, বিজিবির কাজে মাঝে মধ্যে পুলিশ এ রকম বাধার সৃষ্টি করে। যার আইনগত কোন বৈধতা নেই।
৭ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে