বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১০:০৪:০১

কুড়িয়ে পাওয়া ৪,৪৫,০০০ টাকা মালিককে ফিরিয়ে দিলেন ইজিবাইক চালক

কুড়িয়ে পাওয়া ৪,৪৫,০০০ টাকা মালিককে ফিরিয়ে দিলেন ইজিবাইক চালক

এমটিনিউজ২৪ ডেস্ক : রাস্তায় কুড়িয়ে পাওয়া চার লাখ ৪৫ হাজার টাকা তার মালিককে ফিরিয়ে দিলেন ইজিবাইক চালক ইসমাইল আলী (৫৮)।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ২টার দিকে যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফের মধ্যস্থতায় টাকার মালিক ব্যবসায়ী শহিদুলকে বুঝিয়ে দেওয়া হয়।

কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, যশোর শহরের মণিহার চত্বরে ফল ব্যবসায়ী শহিদুল ইসলাম তার নিজ বাসা বকচর থেকে প্লাস্টিকের ব্যাগে চার লাখ ৪৫ টাকা নিয়ে ফলপট্টিতে মোটরসাইকেলে যাচ্ছিলেন। মণিহার এলাকায় রাস্তার ওপরে টাকার ব্যাগটি পড়ে যায়। টাকার ব্যাগ পান ইজিবাইক চালক যশোর শহরতলীর রামনগর এলাকার মৃত মসলেম আলীর ছেলে শেখ ইসমাইল আলী। 

এদিকে টাকার ব্যাগ হারিয়ে ব্যবসায়ী শহিদুল ইসলাম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। একইসঙ্গে শহরের বিভিন্ন জায়গায় মাইকিংয়ের ব্যবস্থা করেন।
 
রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইফ বলেন, ‘ইজিবাইক চালক ইসমাইল আলী টাকাসহ ব্যাগ পেয়েছেন জানিয়ে আমার কাছে এগুলি নিয়ে আসেন। ইউনিয়ন পরিষদে বসে টাকার টাকার ব্যাগ খুলে গুনে দেখা যায় সেখানে চার লাখ  হাজার টাকা আছে। আমি ঘটনাটি কোতোয়ালি থানার ওসি রাজ্জাক সাহেবকে জানাই। পরে ওসি সাহেব ইজিবাইক চালক ইসমাইল আলী ও টাকার মালিক ফল ব্যবসায়ী শহিদুল ইসলামকে থানায় আসতে বলেন। আমাদের উপস্থিতিতে রাস্তায় টাকা শহিদুল ইসলামকে ফেরত ফেরত দেন।’

টাকা খুঁইয়ে আবার সেই টাকা ফেরত পেয়ে খুবই খুশি ফল ব্যবসায়ী শহিদুল ইসলাম। তিনি বলেন, সমাজের সত্যি সত্যি এখনও সৎ এবং মানবিক মানুষ আছেন। তিনি ইজিবাইক চালককে বিশ হাজার টাকা পুরস্কার হিসেবে দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে