এমটিনিউজ২৪ ডেস্ক : যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়ায় বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক মোহাম্মদ মোস্তফা (৩৫) নিহত হয়েছেন।
রোববার (৯ মার্চ) সকাল ৯টায় বসুন্দিয়া শাহিদা ফিলিং স্টেশনের সামনে ঘটনাটি ঘটে।
নিহত মোহাম্মদ মোস্তফা অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, সকাল ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রুপসা পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনটি দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলেই নসিমন চালক মোহাম্মদ মোস্তফা নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।