বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৮:০১

যে আসনে পরিবর্তন করা হলো বিএনপির প্রার্থী

যে আসনে পরিবর্তন করা হলো বিএনপির প্রার্থী

এমটিনিউজ২৪ ডেস্ক : যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেনকে পরিবর্তন করা হয়েছে। তার পরিবর্তে এ আসনে জোটের প্রার্থী হিসেবে লড়বেন জমিয়ত উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম-মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাস।

বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে ইসলামী ঐক্যজোটের মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে বিএনপি দলীয় জোটের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন। এর আগে চলতি মাসের ৪ ডিসেম্বর দ্বিতীয় ধাপে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবালের নাম ঘোষণা করা হয়। এরপর থেকে উপজেলাব্যাপী তিনি নির্বাচনী কার্যক্রম চালাচ্ছিলেন।

এদিকে মাত্র ২০ দিনের ব্যবধানে প্রার্থী পরিবর্তন করায় সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খবর ছড়িয়ে পড়া মাত্র পৌর শহরে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতা-কর্মীরা। মিছিলে ‌‘অবৈধ মনোনয়ন মানি না, মানবো না’ ইত্যাদি স্লােগান দিতে দেখা গেছে।

নেতাকর্মীরা জানান, চলতি মাসের ৪ ডিসেম্বর আসনটিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয় উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেনকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট সমঝোতায় বুধবার দুপুরে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে ঘোষণা নাম ঘোষণা করা হয় জমিয়তে ওলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে।

মনিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান জানান, মনোনয়ন পরিবর্তনের সিদ্ধান্তে নেতাকর্মীরা হতাশ ও ক্ষুব্ধ। ত্যাগী ও জনপ্রিয় নেতার প্রতি অবিচার করা হয়েছে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন, দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কর্মসূচি দেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে