যশোর : ভোটের আগের রাতে যশোর সদর উপজেলার এক ইউনিয়নে ‘বোমা তৈরির সময়’ বিস্ফোরণে দুই যুবকের নিহত হয়েছে। নিহতরা হলেন সবুজ (২৮) ও ইবাদুলের (৩৬)। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহত সবুজ যশোর সদর উপজেলার কাঠামারা গ্রামের আনার উদ্দিনের ছেলে ও ইবাদুল ইসলামের বাবার নাম রমজান আলী। এ সময় মোস্তফা (৩৪), রুবেল (২১) ও রাকিবকে (২৮) নামের আরো তিনজন গুরুতর আহত হয়েছে। তাদের যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে লেবুতলা ইউনিয়নের হাজি মতিউর রহমান ডিগ্রি কলেজের ভেতরে ওই বিস্ফোরণে আরও তিনজন আহত হয়েছেন।
তিনি বলেন, রাতে কলেজের একটি কক্ষে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটলে তারা আহত হয়। এলাকাবাসীর তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি নিয়ে আসে এবং থানায় খবর দেয়।
পুলিশ বলেছে, হতাহরা সবাই আন্দোলপোতা গ্রামের বাসিন্দা। বোমা তৈরির পেছনে ভোট ঘিরে নাশকতার পরিকল্পনা ছিল কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।
কী কারণে তারা বোমা তৈরি করছিল তা স্পষ্ট নয়। তবে স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার যশোর সদর উপজেলার ১৫ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে নাশকতা করতেই এসব বোমা তৈরি করা হতে পারে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, আহতদের শরীরের বিভিন্নস্থানে বোমার স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস