যশোর : যশোর সদরের চুড়ামনকাঠি ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালটপেপারে সিল মারার জেরে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর ভোটগ্রহণ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসারসহ চারজনকে আটক করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম জানান।
আটক সহকারী প্রিজাইডিং অফিসারের নাম আবদুল্লাহ বিন আকবর। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শহীদুল বলেন, সকালে সদস্য প্রার্থী শুক্কুর আলীর সমর্থকরা কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারা শুরু করেন। এক পর্যায়ে অপর দুই সদস্য প্রার্থী আনিসুর রহমান ও মাহবুব হাসান সেখানে উপস্থিত হলে তিন পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।
এরপর ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয় এবং নির্বাহী হাকিমের নির্দেশে সহকারী প্রিজাইডিং অফিসারসহ চারজনকে আটক করা হয় বলে রিটার্নিং কর্মকর্তা জানান। এ ঘটনায় আহত শুক্কুর আলীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস