শুক্রবার, ০১ এপ্রিল, ২০১৬, ১০:২২:০৯

আ.লীগের ৩ নেতার বিরুদ্ধে পুলিশের মামলা

আ.লীগের ৩ নেতার বিরুদ্ধে পুলিশের মামলা

যশোর : যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারসহ তিন নেতার নামে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় এ মামলা করেছেন এসআই মোকাদ্দেস আলী। মামলার অন্য আসামিরা হলেন- আরবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম ও দেয়াড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিচুর রহমান আনিচ।

এ বিষয়ে জানতে চাইলে শাহীন চাকলাদার বলেন, ‘বিএনপি-জামায়াত পেট্রোল ঢেলে মানুষ পুড়িয়ে রক্তে রঞ্জিত করেছে রাজপথ। তাদের জনগণের কাছে ভোট চাওয়ার আগে কুকর্মের জন্য ক্ষমা চাওয়া উচিৎ। তারা ক্ষমা না চাওয়ায় পৌরসভাসহ বিভিন্ন নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করেছে। এ বিষয়টি বুঝতে পেরে আরবপুর ও দেয়াড়া ইউনিয়নে তাদের প্রার্থী আগেভাবে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ায়।

তিনি আরো বলেন, তারা নিজ ইচ্ছায় সরে দাঁড়িয়েছে। ফলে আমার নামে হুমির যে অভিযোগ করা হয়েছে সেটা শুনে বিস্মত হয়েছি। এ ধরনের ঘৃণ্য কাজ আমি করি না। তিনি এটাকে গভীর ষড়যন্ত্র বলে মনে করছেন। এর পেছনে বিএনপি-জামায়াতের এজেন্টের হাত রয়েছে।

এদিকে, শাহীন চাকলাদারের নামে মিথ্যা মামলার খবরে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএনপি-জামায়াত জোটের আমল থেকে অত্যাচার-নির্যাতন সহ্য করে দলকে সুসংগঠিত করা এই নেতার নামে মামলা হওয়ায় তারা তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন।
০১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে