যশোর : বিদেশ থাকা স্বামী হাফিজুর রহমানকে দেখার জন্য দীর্ঘ ৮টি বছর ধরে অপেক্ষা করছিলেন শামসুন্নাহার সুমি (৩২)। অপেক্ষার প্রহর গুনে স্বামীর সঙ্গে আর দেখা হলো না যশোরের মনিরামপুর উপজেলার মথুরাপুর গ্রামের সুমির।
আগামী ৭ এপ্রিল সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন স্বামী। বিমানবন্দরে থেকে তাকে রিসিভ করে বাড়িতে নিয়ে আসবেন এমন আশায় ছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সড়ক দুর্ঘটনা তার সব স্বপ্নই তছনছ হয়ে গেল।
রোববার সকালে যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে নিহত হন সুমি। এতে আহত হয় তার আট বছরের মেয়ে কানিশা। আহত কানিশাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
নিহতের মামা গাজী মুকিতুল হক ও শ্বশুর ইসহক আলী হাসপাতালে সাংবাদিকদের জানান, হাফিজুর রহমান সিঙ্গাপুর থাকে। প্রায় ৮ বছর পর আগামী ৭ এপ্রিল দেশে আসছে সে।
তারা জানান, তাকে বিমানবন্দরে রিসিভ করতে হাফিজুরের স্ত্রী শামসুন্নাহার সুমি ও মেয়ে কানিশা আগেভাগে ঢাকার পথে রওনা দেয়। তারা ঢাকায় পৌঁছে এক আত্মীয়ের বাসায় থাকতে চেয়েছিল। এজন্য রোববার সকালে মনিরামপুর থেকে ভাড়া মোটরসাইকেলে যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়।
তারা জানান, সেখান থেকে হানিফ পরিবহনে ঢাকায় যেতে চেয়েছিল তারা। কিন্তু বাসস্ট্যান্ডের ট্রাফিক মোড় ঘুরতেই মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যায় সুমি ও তার মেয়ে। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মারা যায় সুমি। আহত হয় মেয়ে কানিশা।
মা-মেয়ের হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ কথা নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস আলী।
৩ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম