শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ১০:০৬:৫৫

পরকীয়ায় প্রবাসী স্বামীকে হত্যা, স্ত্রী-প্রেমিক আটক

পরকীয়ায় প্রবাসী স্বামীকে হত্যা, স্ত্রী-প্রেমিক আটক

যশোর : যশোরের শার্শার ফজলুর রহমান (৪০) নামে এক প্রবাসীকে চেতনানাশক খাইয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।  স্ত্রীর পরকীয়ার জেরে শুক্রবার ভোররাতে তাকে হত্যা করা হয় বলে পুলিশ নিশ্চিত হয়েছে।  

পুলিশ শুক্রবার সকালে তার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে।

 ফজলুর রহমান যশোরের শার্শার বসতপুর গ্রামের মঈনুদ্দিনের ছেলে।  তিনি ৯ বছর ধরে মালয়েশিয়া ছিলেন।  বিদেশ থেকে এক সপ্তাহ আগে দেশে আসেন তিনি।  

এ ঘটনায় তার স্ত্রী বিলকিস খাতুন ও তার প্রেমিক পল্লী চিকিৎসক শহীদুল ইসলাম ওরফে শহীদকে আটক করেছে পুলিশ।  শুক্রবার বিকেলে নিহতের স্ত্রী বিলকিস খাতুন যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহান আলীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
 
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শরীফ হাবিবুর রহমান জানান, ফজলুর রহমান মালয়েশিয়া থাকতেন।  এ সুযোগে তার স্ত্রী বিলকিস একই গ্রামের পল্লী চিকিৎসক শহীদুল ইসলামের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন।  

ফজলুর রহমান বৃহস্পতিবার রাতে ঘুমাতে যাওয়ার সময় স্ত্রী চেতনানাশক খাইয়ে স্বামী ফজলুর রহমানকে অচেতন করেন।  এরপর বালিশচাপা দিয়ে তাকে হত্যা করা হয়।  স্বজনদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। একই সময় গৃহবধূ বিলকিস, পল্লী চিকিৎসক শহীদুল ইসলামকে আটক করা হয়।
 
এসআই শরীফ হাবিবুর রহমান জানান, আটক বিলকিস খাতুনকে যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহান আলীর আদালতে নেয়া হলে তিনি হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
১৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে