এস আর সাঈদ, কেশবপুর, যশোর প্রতিনিধি: কেশবপুরে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের লাইন রক্ষণাবেক্ষণের অভাবে বড় ধরণের দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে।
এলাকাবাসি সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার মধ্য দিয়ে ৩৩ হাজার ভোল্টেজের একটি বৈদ্যুতিক লাইন প্রবাহমান রয়েছে। কিন্তু কেশবপুর পল্লী বিদ্যুতের উদাসিনতায় ও রক্ষণাবেক্ষণের অভাবে ৩৩ হাজার ভোল্টেজের লাইনের তারের সাথে বিভিন্ন প্রকার গাছ-পালা ও লতা-পাতা জড়িয়ে আছে। সে সকল গাছ-পালা ও লতা-পাতা বাতাসের কারণে তারের সাথে ঘর্ষণ লেগে আগুণ ধরে যাচ্ছে। যার কারণে যেমন বৈদ্যুতিক অপচয় হচ্ছে তেমনি বড় ধরণের দূর্ঘটনা ঘটাসহ প্রাণহানির আশংকা দেখা দিয়েছে। বিশেষ করে পৌর সভার সাবদিয়া গ্রামের সরকারী কবরস্থান মোড়ে ফাহিম প্লাজা সংলগ্ন ৩৩ হাজার ভোল্টেজের একটি বৈদ্যুতিক তারে গাছ-পালা ও লতা-পাতা জড়িয়ে রয়েছে। যেখানে একটি বড় ধরণের দূর্ঘটনার আশংকা রয়েছে। এব্যাপারে কেশবপুর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার সিদ্দিকুর রহমানকে বিষয়টি বার বার জালেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
১৭ এপ্রিল,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস