মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ১১:০৮:৩০

পেট্রল ঢেলে মা-মেয়েকে পুড়িয়ে হত্যা

পেট্রল ঢেলে মা-মেয়েকে পুড়িয়ে হত্যা

ঝিনাইদহ : ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় পেট্রোল ঢেলে ঘুমন্ত মা ও মেয়েকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীররাতে উপজেলার ফরাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মা তাসলিমা খাতুন (৪০) ও মেয়ে তাসমিয়া (১৫ মাস)। এ সময় তাসলিমার স্বামী নজরুল ইসলাম (৪৫) ও অপর মেয়ে উর্মি খাতুন (১৯) দগ্ধ হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত আড়াইটার দিকে হঠাৎ করে নজরুল ইসলামের বাড়িতে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে গুরুতর অবস্থায় আহত চারজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাসলিমা খাতুন ও তাসমিয়াকে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার সকাল নয়টার দিকে দৌলতিয়া ফেরিঘাটের আগে মৃত্যু হয়। দগ্ধ দুজনের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মেয়ে উর্মি খাতুন। তবে বাবা নজরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধ উর্মির বরাত দিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, তিন বছর আগে যশোরের খাজুরা গ্রামের বাবুল শেখের ছেলে কামাল হোসেনের সঙ্গে উর্মির বিয়ে হয়। তাদের কোনো সন্তান নেই। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। মাস খানেক আগে উর্মি বাবার বাড়ি চলে আসেন। ঘটনার দিন স্ত্রীকে নিতে আসেন কামাল। কিন্তু যেতে রাজি না হওয়ায় রাতের বেলা কামাল ও সঙ্গীরা গ্রামে এসে জানালা দিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় সবাই ঘুমিয়ে ছিলেন। ঘটনার পর কামাল পালিয়ে যান। পুলিশ কামাল ও সঙ্গীদের আটক করতে অভিযান চালাচ্ছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, লাশ দুটি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে