হঠাৎ গেট ভেঙে প্রাণ গেল ২ স্কুলছাত্রীর
ঝিনাইদহ প্রতিনিধি : জেলার কালীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন গেট ভেঙে প্রাণ গেল প্রথম শ্রেণীর দুই ছাত্রীর। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সানবান্ধা গ্রামে মিলন হোসেনের বাড়িতে।
মৃতরা হলো উপজেলার সানবান্ধা গ্রামের মিলন হোসেনের মেয়ে চাঁদনি (৮) ও একই এলাকার মুকুল ওরফে আকালের মেয়ে নিশি (৭)। তারা দু’জনই স্থানীয় সানবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মিলন হোসেনের বাড়ির উঠানে তারা খেলছিল। এ সময় হঠাৎ গেটটির স্লাব ভেঙে তাদের ওপর পড়ে। নিচে চাপা পড়ে তারা ঘটনাস্থলেই মারা যায়।
২৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�