রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ১১:২৬:৪৪

তিন শিশুকে পুড়িয়ে হত্যা

তিন শিশুকে পুড়িয়ে হত্যা

ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় তিন শিশুকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হতভাগ্য শিশুরা হচ্ছে- আমিন হোসেন (৬), সিবলু হোসেন (১০) ও মাহিম হোসেন (১২)। এ লোমহর্ষক ঘটনাটি ঘটে আজ রোববার সন্ধ্যায় উপজেলার কবিরপুর গ্রামের মসজিদপাড়ায়। শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদ হোসেন জানান, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমিন ও সিবলুর চাচা ইকবাল হোসেনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সাংবাদিকদের জানান তিনি। স্থানীয়রা জানান, সন্ধ্যা সাতটার দিকে কবিরপুর গ্রামের দেলোয়ার হোসেনের ঘরে তার দুই ছেলে আমিন, সিবলু ও ভাগনে মাহিম খেলা করছিল। হঠাৎ​ ঘরের ভেতর ঢুকে দেলোয়ার হোসেনের ভাই ইকবাল হোসেন (৪০) তিন শিশুকেই মারধর শুরু করে। এ সময় ঘরের অন্য লোকজন পাশের বাড়িতে ছিলেন। তারা জানান, একপর্যায়ে ঘরের মধ্যে থাকা গ্যাস সিলিন্ডারের গ্যাস ছেড়ে আগুন জ্বেলে দিয়ে দরজা তালাবন্ধ করে দেন ইকবাল। মুহূর্তের মধ্যে শিশুদের শরীরে আগুন লেগে যায়। আগুনের শিখা দেখতে পেয়ে এলাকাবাসী শৈলকুপা ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় ঘরের মধ্য থেকে আমিন ও সিবলুকে মৃত অবস্থায় উদ্ধার করে। গুরুতর অবস্থায় মাহিমকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎ​সকরা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মাহিম মারা যায়। মাহিম একই এলাকায় বিয়ে দেয়া বোন জেসমিন ও ভগ্নিপতি রাশেদ আলীর ছেলে। ইকবাল বিদেশে চাকরি করেন। বিদেশ থেকে পাঠানো টাকা ফেরত চাওয়া নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে বিরোধ দেখা দেয়। বিরোধের জের ধরেই ইকবাল শিশুদের পুড়িয়ে হত্যা করেন বলে প্রতিবেশীদের ধারণা। ঘটনাচক্রে শিশু মাহিমও এ হত্যাকাণ্ডের শিকার হয় বলে জানান তারা। ৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে