মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০৯:২৪:১১

৭০ ফুট গাছের মগডালে এ কী কাণ্ড!

৭০ ফুট গাছের মগডালে এ কী কাণ্ড!

ঝিনাইদহ প্রতিনিধি : এ কী কাণ্ড! গাছের ডালে মানুষ। তাও আবার ১০-২০ ফিট নয়, ৭০ ফুট উঁচু গাছের মগডালে। সরারই আতঙ্ক দৃষ্টি। কখন যে কী হয়। এই বুঝি পড়ে গেল। রাস্তার শত শত মানুষের চোখ মগডালে। সেখানে খবর পেয়ে আসে ফায়ার সার্ভিস, পুলিশ আর র‌্যাব। আশপাশের বাড়ি থেকে আনা হয় কাঁথা, চাদর আর জাল। গাছের নিচে টাঙানো হয়েছে সেগুলো। পড়লেও যেন মারা না যায়। মঙ্গলবার দুপুর দেড়টার দিকের ঘটনা। ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকার মেহগনি বাগানের একটি উঁচু গাছের ডালে বসেছিলেন হামিদুল ইসলাম নামের এক ব্যক্তি। পথচারীদের চোখে পড়েন তিনি। স্থানীয়রা গাছের ডালে তাকে বসে থাকতে দেখে নামানোর চেষ্টা করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর দেয়া হয় থানা পুলিশকেও। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর অবশেষে গাছ থেকে অক্ষত অবস্থায় নামিয়ে আনা হয় হামিদুল ইসলামকে। কেন মগডালে বসেছিলেন হামিদুল ইসলাম তা অবশ্য জানা যায়নি। হামিদুল ইসলাম ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকার বাসিন্দা। ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেল থেকে হামিদুলকে উদ্ধারের চেষ্টা করা হয়। মই বেঁধে বিভিন্নভাবে প্রায় চার ঘণ্টা চেষ্টা করে তাকে নামিয়ে আনা হয়। তিনি কেন গাছে উঠেছিলেন, কীভাবে উঠেছিলেন তা কেউ বলতে পারেননি। গাছ থেকে নামানোর পর হামিদুল অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজনীন নাহার গণমাধ্যমকে জানান, হামিদুলের মানসিক সমস্যা আছে। যে কারণে হয়তোবা এ ঘটনা ঘটিয়েছেন তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো। হামিদুল ইসলামের স্ত্রী দিথি খাতুন জানান, তার স্বামীর এ জাতীয় কোনো সমস্যা এর আগে কখনো দেখেননি তিনি। ৫ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে