ঝিনাইদহ : বাবার কোলে চড়ে জামিন নিল ঝিনাইদহের সেই শিশু। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এবং শিশু আদালতের বিচারক আবু আহছান মো. হাবিব তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এ কথা জানান পিপি ইসমাইল হোসেন। সজীবের জন্মসনদ পাওয়ার পর আদালত তাকে মামলা থেকেও অব্যাহতি দেবে বলে জানান তিনি।
গত ২৪ এপ্রিল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর গ্রামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে অনৈতিক কাজের ঘটনায় গ্রামের এক কিশোরকে আসামি করে মামলা করেন মেয়েটির বাবা।
মামলায় সজীবকে আসামি না করলেও তদন্ত কর্মকতা কালীগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক ইউনুস আলী তাকে জড়িয়ে আদালতে চার্জশিট জমা দেন।
পরিদর্শক ইউনুস আলী পরে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের ওসি হিসেবে বদলি হন।
তিনি সে সময় মোবাইল ফোনে বলেছিলেন, শিশুটি আসামি না হলেও স্কুলছাত্রী তার জবানবন্দিতে বলেছে, আম খাওয়ার কথা বলে তাকে ঘরে ডেকে দেয় সে। এ কারণে তাকে সহযোগী আসামি করা হয়।
১০ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম