সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০৪:২৪

ঝিনাইদহে ভূমিকম্পে ৪ শিক্ষার্থী অজ্ঞান, মাদ্রাসায় ফাটল

ঝিনাইদহে ভূমিকম্পে ৪ শিক্ষার্থী অজ্ঞান, মাদ্রাসায় ফাটল

ঝিনাইদহ থেকে : ঝিনাইদহের কালীগঞ্জে ভূমিকম্প অনুভুত হয়েছে। আজ শনিবার দুপুর ১২ টা ১৭ মিনিটে শুরু হওয়া এই ভূমিকম্পন ২ মিনিট স্থায়ী হয়। তবে এতে উপজেলার কোথাও  তেমন কোন বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। ভূমিকম্পে ৪ স্কুল শিক্ষার্থী অজ্ঞান হয়ে যায়। এবং একটি মাদ্রাসা ও বাড়িতে ফাটল সৃষ্টি হয়েছে।  ভূকম্প চলাকালীন সময়ে মানুষ আতংকিত হয়ে দিগবিগিদ ছোটাছুটি করে। বাড়ী ছেড়ে সবাই রাস্তায় নেমে আসে। শহরের অনেক টিউবওয়েল থেকে পানি উঠতে দেখা গেছে।

জানা গেছে, ভূমিকম্প চলাকালীন সময়ে কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর হাইস্কুলের অস্টম শ্রেণী ছাত্রী ও মহেশচান্দা গ্রামের আব্দুল আজিজের মেয়ে শান্তা (১৪) এবং একই শ্রেণীর অপর ছাত্রী ও হরিগোবিন্দপুর গ্রামের আয়ুব হোসেনের মেয়ে শান্তা (১৪) সহ মোট ৪ ছাত্রী অজ্ঞান হয়ে যায়। তাদের মধ্যে দুই শান্তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এছাড়া শহরের আড়াপাড়ার ব্যাংকার আলতাফ হোসেনের নতুন বিল্ডিংয়ের ইট ধ্বসে পড়েছে। বারবাজার বেলাট দৌলতপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওলিউর রহমান জানান, তার মাদ্রাসায় নতুন বিল্ডিলিংয়ের ৩ টি ক্লাস রুমের পৃথক তিন স্থানে ফাটলের সৃস্টি হয়েছে। ভূকম্পের সময় নদী ও পুকুরের পানির  ঘুরপাক খায়। অধিকাংশ বিল্ডিংয়ে কম্পনের অনুভুতিসহ ঘরের সিলিং ফ্যান কাঁপতে থাকে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা জানান, ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর তিনি পাননি। তবে কম্পনের সময় অধিকাংশ মানুষের মাথা ঘুরেছে বলে তিনি জানিয়েছেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাফ হোসেন জানান, পৃথিবী যখন কাঁপতে থাকে তখন আমরাও কাপতে থাকি। পরিবেশগত কারনে এটা হয়ে থাকে। এতে কোন মানব দেহের কোন ক্ষতি হয় না। অনেকের অজ্ঞান হয়ে যাওয়ার বিষয়ে তিনি জানান, পৃথিবী যখন কাপতে থাকে তখন মানুষের মাথাও ঘুরতে অনেক সময় জ্ঞান হারাতে পারে।  তাতে মানব দেহের কোন ক্ষতি হবেনা।
২৬ এপ্রিল, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/প্রতিনিধি

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে