সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০৫:১৯

ঝিনাইদহের কালীগঞ্জে ভূমিকম্পে ৪ ছাত্রী অজ্ঞান

ঝিনাইদহের কালীগঞ্জে ভূমিকম্পে ৪ ছাত্রী অজ্ঞান

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকে: ঝিনাইদহে ভূমিকম্প আতঙ্কে চার স্কুলছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। তবে এতে জেলার কোথাও বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

শনিবার দুপুর ১২টা ১৭ মিনিটে শুরু হওয়া এ ভূমিকম্প ২ মিনিট স্থায়ী হয়। ভূমিকম্প চলাকালীন সময়ে মানুষ আতঙ্কিত হয়ে দিগবিগিদ ছোটাছুটি করে। বাড়ি ছেড়ে সবাই রাস্তায় নেমে আসে। শহরের অনেক টিউবওয়েল থেকে পানি উঠতে দেখা গেছে। এছাড়া ভূমিকম্প চলাকালীন সময়ে কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী আতঙ্কে অজ্ঞান হয়ে যায়। এদের মধ্যে ২ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম বলেন, ‘ভূমিকম্প হয়েছে তবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’
২৫ এপ্রিল,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে