জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকে : পরকীয়ার জের ধরে রোববার দুপুরে ঝিনাইদহ শহরের আরাপপুরে ভাগ্নে রূপ কুমার দাসের ধারাল ছুরির আঘাতে মামা লিটন কুমার (২৯) গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ঝিানইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় পুলিশ ভাগ্নে রূপ কুমার দাসকে গ্রেফতার করেছে। রূপ কুমার দাস সদরের স্টিফেন নগর গ্রামের ভরত দাসের ছেলে।
সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, ভাগ্নে রূপ কুমার দাসের স্ত্রীর সঙ্গে মামা লিটন কুমারের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে রবিবার দুপুর দেড়টার দিকে জেলা শহরের আরাপপুর সৃজনী তেল পাম্পের সামনে মামা লিটন কুমারকে দেখতে পেয়ে ভাগ্নে রূপ কুমার ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি কুপিয়ে তাকে গুরুতর জখম করে।
পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে রূপ কুমারকে গ্রেফতার করে। আহত লিটন কুমার একই উপজেলার মহারাজপুর গ্রামের রঞ্জন কুমারের ছেলে। লিটন সম্পর্কে রূপ কুমারের দুঃসম্পর্কের মামা।
২৫ মে, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/প্রতিনিধি