নিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে সারা দেশে হামলা, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকালও তৃতীয় ধাপের ইউনিয়ন নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলায় দৌগাছি ইউনিয়নের মধুনাথপুর গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১২ জন।
এ ছাড়া ফরিদপুরের বোয়ালমারীতে ‘নৌকা প্রতীকের’ প্রার্থীকে সমর্থন করায় এক মহিলাকে পিটিয়ে আহত করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা। এদিকে দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত চার-পাঁচশ জনকে আসামি করে মামলা করায় বিরামপুরের তিন গ্রামের নারী-পুরুষ শূন্য হয়েছে। অন্যদিকে ইউপির পরবর্তী ধাপের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য আগামী ১৩ এপ্রিল জরুরি আইনশৃঙ্খলা বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।
নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— ঝিনাইদহ : চতুর্থ ধাপের ইউনিয়ন নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে গতকাল ঝিনাইদহ সদর উপজেলার দৌগাছি ইউনিয়নের মধুনাথপুর গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মফিজ উদ্দিন (৪৫) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১১ জন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, দৌগাছি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফয়েজউদ্দিন ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইসহাক আলী জোয়ার্দারের লোকজনের মধ্যে সকালে দলীয় মনোনয়ন নিয়ে কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে উভয় পক্ষ লাঠিসোঁটা, রামদাসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শটগানের প্রায় ১২ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আওয়ামী লীগের প্রার্থী ইসহাক আলী জোয়ার্দার জানান, প্রতিপক্ষ চেয়ারম্যান ফয়েজউদ্দিন নির্বাচন বানচাল করার জন্যই সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছেন। দিনাজপুর : দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত চার-পাঁচশ জনকে আসামি করে মামলা করায় বিরামপুরের তিন গ্রামের নারী-পুরুষ শূন্য হয়ে ভুতুড়ে গ্রামে পরিণত হয়েছে।
দিনাজপুরের বিরামপুরের বিনাইল ইউপির মোহনপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতায়ের চেষ্টাকালে পুলিশের গুলি ছোড়াকে কেন্দ্র করে বিরামপুর থানায় তিন গ্রামের অজ্ঞাতনামা চার-পাঁচশ গ্রামবাসীকে আসামি করে মামলা করায় পুলিশের গণগ্রেফতারের ভয়ে কৃষ্টবাটি, মোহনপুর ও বাকুন্দা গ্রাম নারী-পুরুষ শূন্য হয়ে পড়েছে। ফলে স্থানীয় মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোহনপুর উচ্চবিদ্যালয় বন্ধ রয়েছে। বিনাইল উচ্চবিদ্যালয়েও শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে। কৃষ্টবাটি গ্রামের হাকিম উদ্দিন জানান, মামলার পর আতঙ্কে পুরুষদের প্রায় সবাই গ্রামছাড়া। ফলে গ্রাম তিনটিতে ডাকাতি ও চুরি হওয়ার আশঙ্কায় রয়েছেন সটকে পড়া লোকজন।
ফরিদপুর : বোয়ালমারী উপজেলার আসন্ন ঘোষপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘নৌকা প্রতীকের’ প্রার্থীকে সমর্থন করায় জামিলা বেগম নামের এক মহিলাকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটিয়েছে একই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা। এ ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। মাদারীপুর : মাদারীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুজন মৃধা নিহত হওয়ার ঘটনায় পুলিশসহ আটজনকে আসামি করে মামলা করেছেন নিহতের বাবা বাচ্চু মৃধা। মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল এ মামলা করা হয়।
উন্নত মানের নির্বাচন করার জন্য কাজ করছে ইসি : নির্বাচন কমিশন উন্নত মানের নির্বাচন করার জন্য কাজ করছে। এ ছাড়া গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসির ভূমিকা নিয়ে প্রকাশিত বিভিন্ন খবরের সমালোচনাও করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠু করার জন্য রাজনৈতিক দল ও তাদের কর্মী, প্রার্থী, প্রার্থীর এজেন্ট সবারই দায়িত্ব রয়েছে। নির্বাচন কমিশন প্রতিনিয়ত উন্নত মানের নির্বাচন করার জন্য সচেষ্ট এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটকেন্দ্রে সহিংসতা বন্ধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করা হয়েছে।
১৩ এপ্রিল জরুরি বৈঠক : এদিকে পরবর্তী ধাপের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য আগামী ১৩ এপ্রিল জরুরি আইনশৃঙ্খলা বৈঠক ডেকেছে ইসি। বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন। সহিংসতা ঠেকাতে ব্যর্থ হওয়ায় জরুরি ভিত্তিতে এ বৈঠক আহ্বান করা হচ্ছে। -বিডি প্রতিদিন
৫ এপ্রিল, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস