মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০২১, ০৯:২৫:৪৮

মৃত্যুর আগে শুধু 'মা-মা' বলে ডাকছিল যুবক

মৃত্যুর আগে শুধু 'মা-মা' বলে ডাকছিল যুবক

জয়পুরহাট থেকে : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ ষ্টেশন এলাকায় সোমবার রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে মারা যায় অজ্ঞাতপরিচয় এক যুবক। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে জিআরপি পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে সান্তাহার জিআরপি থানায় নিয়ে যায়। কিন্তু দিন শেষেও ওই মরদেহের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

সবশেষ পিবিআই সদস্যরা বিশেষ পদ্ধতিতে মরদেহের পরিচয় সনাক্তের জন্য কাজ করছে বলে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মুঠোফোনে সময় সংবাদকে নিশ্চিত করেছেন জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন সোমবার রাত ১২টা ৩৫ মিনিটে জামালগঞ্জ রেল স্টেশন অতিক্রম করে। 

এর কিছুক্ষণ পর স্টেশন থেকে প্রায় দুই'শ গজ উত্তরে রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে সান্তাহার রেলওয়ে থানাকে (জিআরপি) জানালে মঙ্গলবার দুপুরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা শেফালী বেগম বলেন, আমাদের বাড়ি রেললাইনের পাশে। সোমবার মধ্যরাতে হঠাৎ একজন মানুষের কান্নার আওয়াজ পাই। ঘর থেকে বাইরে এসে দেখি রক্তাক্ত এক যুবক রেললাইনের পাশে পড়ে আছে। এ সময় ওই যুবক শুধু মা-মা বলে ডাকছিল। 

এরপর কিছু বলার আগেই সে মারা যায়। পরে একটি কাপড় দিয়ে মরদেহ ঢেকে দেই। আক্কেলপুর রেল স্টেশন মাস্টার খাতিজা খাতুন বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন রাত ১২টা ২৫ মিনিটে আক্কেলপুর রেল স্টেশনে যাত্রাবিরতি দিয়ে চলে যায়। ওই ট্রেন জামালগঞ্জ রেল স্টেশনে পৌঁছে রাত ১২টা ৩৫ মিনিটে। শুনেছি ওই ট্রেন থেকে পরেই নাকি এক যুবক মারা গেছেন।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) ওসি মনজের আলী বলেন, সোমবার রাতের কোন এক ট্রেনে কাটা পড়ে ওই যুবক মারা গেছেন বলে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে এসেছি। সময় স্বল্পতার কারণে এখনো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মরগে মরদেহ পাঠানো সম্ভব হয়নি। আগামীকাল বুধবার পাঠানো হবে। যেহেতু অজ্ঞাত ওই যুবকের সাথে কোনো ধরণের কাগজপত্র, মোবাইল ফোন কিংবা কোনো চিহ্ন ছিল না, তাই তার পরিচয় সনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে পিবিআই সদস্যরা বিশেষ পদ্ধতি ব্যবহার করে (যদি সে ভোটার হয়ে থাকে) তার পরিচয় সনাক্তের কাজ করছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে