এমটিনিউজ২৪ ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনের ওপর হামলা চালিয়ে গুলি করে হত্যাচেষ্টা করা হয়েছে। সোমবার রাতে পাঁচবিবি সুপার মার্কেটের নিউ গার্মেন্টস নামে একটি দোকানের সামনে হামলা ও গুলি ছোড়ার এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম।
পিস্তলসহ আটককৃত ব্যক্তি হলেন- রুবেল হোসেন (৩৪)। তিনি ফরিদপুর কোতোয়ালী থানার বাসিন্দা বলে থানা-পুলিশ জানিয়েছে।
হামলার শিকার ছাত্রদলের সাবেক নেতা শামীম হোসেনের দাবি, পিস্তলসহ আটক রুবেল হোসেন একজন ভাড়াটে সন্ত্রাসী। পাঁচবিবি উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান সাবেকুন নাহার শিখার ইফতার পার্টি পণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যাচেষ্টা করা হয়েছে। ভাড়াটে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করেছিল। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।
ঘটনার বর্ণনা দিয়ে শামীম হোসেন বলেন, পাঁচবিবি উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান সাবিকুন নাহার শিখার স্বামী শাহ কামালের বাড়ি ফরিদপুরে। সাবেকুন নাহার শিখা গত ২৭ রমজান পাঁচবিবি দানেজপুর ডিগ্রি কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করেন। বিক্ষুব্ধ লোকজন আগের রাতে ইফতার মাহফিলের প্যান্ডেল ভাঙচুর করায় ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সাবেকুন নাহার শিখা ও তার স্বামী শাহ কামাল তার বাড়ি ফরিদপুর থেকে ৬ জন ভাড়াটে সন্ত্রাসী এনে আমাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে। কিন্তু আমি প্রাণে বেঁচে গিয়েছি।
অভিযোগের বিষয়ে পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা বলেন, ইফতারের ঘটনার পর জনগণ বিষয়টি খারাপভাবে নিচ্ছিল। অনেকদিন তিনি পাঁচবিবিতে ছিলেন না। জামিন নেওয়ার পর এসে তার ইমেজটা ধরে রাখার জন্য নিজেই এমনটা করেছেন বলে আমি মনে করি। তিনি (শামীম) হিরো সাজার চেষ্টা করছেন।
এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম বলেন, ছাত্রদলের সাবেক নেতা শামীমের ওপর হামলা হয়েছিল। পিস্তলসহ একজনকে আটক করা হয়েছে। তিনি ফরিদপুর জেলার বাসিন্দা। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।