জয়পুরহাট: বাসের যাত্রী হিসেবে ঢাকা থেকে দিনাজপুরের হিলিতে যাচ্ছিলেন এক যুবক। পড়নে শীতের কাপড়, পায়ে চামড়ার জুতা। আর ওই জুতার ভেতরেই রাখা ছিল স্বর্ণের বার।
আইনশৃঙ্খলা বাহিনী যেন ধরতে না পারে সেজন্য নেওয়া হয়েছে এই কৌশল। তবে শেষ রক্ষা হয়নি। জুতার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি স্বর্ণের বার। আটক করা হয়েছে ওই যুবককে।
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা বাজারে তল্লাশি চালিয়ে ওই যুবককে আটক করেছে জেলা মা..দ..কদ্র.ব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম বাবু ওরফে বাবুল (২৫)। তিনি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার আজিমপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
জেলা মা..দ..কদ্র.ব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, যাত্রীবাহী অরিন ট্রাভেলস নামের একটি বাস ঢাকা থেকে দিনাজপুরের হিলি যাচ্ছিল। পথে পাঁচবিবির বাগজানা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ওই যুবকের পায়ের জুতার ভেতর থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ওই বারগুলোর আনুমানিক দাম প্রায় ৬২ লাখ টাকা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হবে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, স্বর্ণের বারসহ একজন আটক আছে বলে জেনেছি। তাকে থানায় হস্তান্তর করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।