খুলনা থেকে : জ্বরের চিকিৎসা না পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে হাসপাতালে এ ঘটনা ঘটে। বাবলু চৌধুরী (৪০) নামে মৃ'ত ওই ব্যক্তির বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার জয়বাংলা সেতু এলাকায়।
মৃ'তের স্বজনদের অভিযো'গ, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জ্বরে আক্রা'ন্ত বাবলু চৌধুরীকে জ'রু'রি বিভাগে ভর্তি করা হয়। এ সময় রোগীকে বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে আসতে বলেন জরুরি বিভাগের চিকিৎসক। কিন্তু বহির্বিভাগ থেকে তাকে চিকিৎসা দেয়া হয়নি। চিকিৎসা না পেয়ে হাসপাতালের ফ্লোরে দীর্ঘক্ষণ পড়ে থেকে ওই ব্যক্তির মৃ'ত্যু হয়।
বাবলু চৌধুরীর বড় বোন জাহানারা বেগম বলেন, ''পাঁচদিন ধরে জ্বরে ভু'গছিল বাবলু। দুপুর ১টার দিকে তাকে হাসপাতালের জ'রুরি বিভাগে আনা হয়। এ সময় 'করোনা' আক্রা'ন্ত বলে তাকে বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে আসতে বলেন জ'রুরি বিভাগের চিকিৎসক। বহির্বিভাগে গেলে করোনা বলে চিকিৎসা দেয়া হয়নি। পরে হাসপাতালের ফ্লোরে দীর্ঘক্ষণ পড়ে থাকে বাবলু। সেখানেই তার মৃত্যু হয়।