সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১১:৫২:১৫

অন্তরঙ্গের ছবি ভাইরাল নারীর সঙ্গে, হঠাৎ গা-ঢাকা সেই কালচারাল কর্মকর্তার

অন্তরঙ্গের ছবি ভাইরাল নারীর সঙ্গে, হঠাৎ গা-ঢাকা সেই কালচারাল কর্মকর্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা হাসানুর রশিদ মাকসুদের একটি ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ছবিতে তাকে এক নারীর সঙ্গে একটি কক্ষে সময় কাটাতে দেখা যায়। 

শনিবার (২ আগস্ট) সন্ধ্যার পর ছবিটি ভাইরাল হলে মাকসুদ অফিসে ছুটির আবেদন দিয়ে হঠাৎ গা-ঢাকা দেন।

রোববার (৩ আগস্ট) সরেজমিনে জেলা শিল্পকলা একাডেমিতে দেখা যায়, তার অফিসকক্ষে স্ত্রী অবস্থান করছেন। তিনি জানান, দুই-তিন দিন ধরে মাকসুদের সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং ফোনও বন্ধ রয়েছে।

জানা গেছে, মাকসুদ জেলা প্রশাসক ও একাডেমির সভাপতির কাছে চিকিৎসাজনিত কারণে ১১ দিনের ছুটির আবেদন করেছেন। তবে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানিয়েছেন, আবেদন পাওয়া গেলেও তা অনুমোদন করা হয়নি।

একাডেমির সহকারী কাম কম্পিউটার অপারেটর রনি পারভেজ বলেন, শুক্র ও শনিবার একাডেমি বন্ধ ছিল। আজ আমি ছুটির দরখাস্ত জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছি। কর্মকর্তার অনুপস্থিতির কারণ সম্পর্কে আমার জানা নেই।

বিষয়টি নিয়ে হাসানুর রশিদ মাকসুদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সরকারি মোবাইল বন্ধ পাওয়া গেছে।

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। কেউ অভিযোগ করলে থানায় দেওয়াই উত্তম হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে