মেহেরপুর : মেমেহেরপুরের গাংনীতে স্কুল মাঠ থেকে ৩টি বোমা উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তরভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বোমাগুলো উদ্ধার করে গাংনী থানা পুলিশ।
স্থানীয়রা জানান, পথচারীরা উত্তরভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পূর্বপাশে একটি ব্যাগে বোমা সদৃশ বস্তু দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশ বোমাগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সন্ত্রাসীরা নাশকতার জন্য বোমাগুলি রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
উদ্ধার হওয়া বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য বালতি ভর্তি পানিতে চুবিয়ে রাখা হয়েছে বলেও জানান তিনি।
৩০ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম