নিউজ ডেস্ক: বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, 'বিএনপি অংশ গ্রহণ করলেও আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। এই সরকার নির্বাচনের ব্যবস্থা করবে।'
তিনি বলেন, 'বিএনপি ২০১৪ সালের নির্বাচনে না গিয়ে প্রতিদিন তার খেসারত দিচ্ছেন। তারা রাজনীতিতে ব্যর্থ হয়েছে। তার দায়ভার নির্বাচন কমিশনের ও সরকারের উপর চাপিয়ে দিয়ে নির্বাচন থেকে পালাতে চায়। এবার নির্বাচন থেকে বিএনপি পালালে তাদের জন্য হবে শেষ পালানো।'
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার সময় গাংনী পাইলট স্কুল ফুটবল মাঠে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মেহেরপুর জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী।
'জঙ্গিবাদ আবার নতুন করে শুরু হয়েছে' উল্লেখ করে রাশেদ খান বলেন, 'বাংলা ভাই চলে গেছে, আগুন সন্ত্রাস পরাজিত হয়েছে। এখন আবার নতুন জঙ্গিবাদ শুরু হয়েছে। পহেলা জানুয়ারির হলি অর্টিজান শোলাকিয়া ঈদগা ময়দানে জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়, সারা দেশ জুড়ে গণহত্যা, মাজার, মসজিদের খাদেম, মন্দিরের পুরোহিত হত্যা, গির্জার যাজক হত্যা। হত্যার নতুন খেলা শুরু করা হয়েছে। বাংলাদেশের মানুষের কাছে এখন জঙ্গিবাদ প্রধান সমস্যা। আর এই সমস্যা সৃষ্টি করছে বিএনপি জামায়াত জোট।'
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মেহেরপুর জেলা শাখার সম্পাদক কমরেড আব্দুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড আনিছুর রহমান মল্লিক এমপি, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি, অধ্যাপক ইয়াছিন আলী এমপি, কমরেড নুর আহমেদ বকুল প্রমুখ।
২৩ ফেব্রুয়ারী ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস