মেহেরপুর থেকে: মেহেরপুর শহরের দিঘিরপাড়ার একটি কলা বাগান থেকে সোহাগী খাতুন (৫০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহাগী খাতুন দিঘিরপাড়া গ্রামের রেজাউল হকের স্ত্রী। দুপুরের দিকে তিনি ওই কলা বাগানে ছাগল চরাতে গিয়েছিলেন।
নিহতের ছেলে সাইদুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে একটি ছাগল নিয়ে মাঠে যান সোহাগী খাতুন। বিকেল পর্যন্ত বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করা হয়। এক পর্যায়ে ওই কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, দিঘির পাড়া মাঠের একটি কলা বাগানে কলার গাছ ও পাতা দিয়ে মরদেহ ঢাকা ছিল। ধারণা করা হচ্ছে- দিনের কোনো এক সময় তাকে হত্যা করে লুকিয়ে রাখা হয়েছিল। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও বলেন, তবে কী কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত নয় পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় দিঘিরপাড়া গ্রাম থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে