মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ক্যামিকেল মিশিয়ে আম পাচার করার সময় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক ট্রাক আম জব্দ করে বিনষ্ট করেছে। সোমবার রাতে গাংনী উপজেলার চিৎলা গ্রামে সরকারী আদেশ অমান্য করে নিদির্ষ্ট সময়ের আগেই আম ভেঙ্গে ক্যামিকেল মিশিয়ে পাচার করার সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহমেদ অভিযান চালিয়ে আমগুলো জব্দ করেন।
পরে রাত সাড়ে ১১ টায় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ট্রাকের চাকায় পিষ্ট করে আমগুলো বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী অফিসার এম এ জামাল আহমেদ জানান, চিৎলা গ্রামে অপরিপক্ব আম ভেঙ্গে তাতে ক্যামিকেল মিশিয়ে পাচারের উদ্যোশ্যে ট্রাকে তোলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে আমের মালিক পালিয়ে গেলেও আম ভর্তি ট্রাকটি জব্দ করা হয়। অনুমানিক ১০০ মণ আম জব্দ করা হয় সেখান থেকে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে এনে আমগুলো বিনষ্ট করা হয়।
এমটিনিউজ২৪/টিটি/পিএস