 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
মেহেরপুর : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রায় ১২৩ ভাগ বেতন ভাতা বাড়ানো হয়েছে। তাদের দুর্নীতি করার কোনো সুযোগ নেই। কেউ যদি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, মুক্তযুদ্ধের স্মৃতি বিজড়িত জেলা হিসেবে পরিচিত মেহেরপুরের মুজিবনগর। এখানেই শপথ নেন বাংলাদেশের প্রথম সরকার। সেই সরকারের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। এ জেলার একজন মানুষ হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় আমি গর্বিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো ক্ষুধা ও দরিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার। সেই লক্ষে কাজ করছে সরকার।