বুধবার, ২২ মে, ২০১৯, ১০:৫৩:৪২

ধানের ন্যায্য মূল্য পেয়ে ডিসিকে জড়িয়ে ধরলেন কৃষক

ধানের ন্যায্য মূল্য পেয়ে ডিসিকে জড়িয়ে ধরলেন কৃষক

নিউজ ডেস্ক: সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রির সুযোগ করে দেয়ায় এক কৃষক আবেগ আপ্লুত হয়ে মেহেরপুরের জেলা প্রশাসককে জড়িয়ে ধরে ভালবাসা প্রকাশ করেছেন।

মেহেরপুর সদরে মঙ্গলবার সরকারি খাদ্য গোডাউনে ফিতা কেটে সরাসরি কৃষকদের কাছে ধান ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আতাউল গণি। এ সময় ভারপ্রাপ্ত জেলা খাদ্য কর্মকর্তা ও পরিদর্শক মো. সেলিম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন- ধান ক্রয়ের সময় কৃষি কর্মকর্তা উপস্থিত থাকবেন। কোনো ব্যবসায়ীকে সরকারি গোডাউনে ধান বিক্রির সুযোগ দেয়া হবে না। যদি সুযোগ পায় গোডাউন ও কৃষি কর্মকর্তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

উদ্বোধনী দিনে ৩ মেট্রিক টন ধান ক্রয় করা হয়। সরকারি গোডাউনে ধান বিক্রির সুযোগ পাওয়াতে মেহেরপুরের এক কৃষক অতি আবেগে আপ্লুত হয়ে জেলা প্রশাসক আতাউল গণিকে জড়িয়ে ধরেন। এ সময় জেলা প্রশাসকও এটা তার দায়িত্ব বলে ওই কৃষককে জড়িয়ে ধরলে সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এবার মেহেরপুর সদর উপজেলায় ৬৩৪ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে