সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৭:২৭:৫৬

বিয়ে দেয়ার স্বাদ জেলে গিয়ে

বিয়ে দেয়ার স্বাদ জেলে গিয়ে

মেহেরপুর : বিয়ে দেয়ার স্বাদ মিটছে দু’জনের জেলে গিয়ে। ঘটনা মেহেরপুরের গাংনী উপজেলার ষোলোটাকা ইউনিয়নের। বাল্যবিয়েমুক্ত ঘোষণা করার একদিন পরই ওই ইউনিয়নের এক গ্রামে এ ঘটনা ঘটে। বাল্যবিয়ে দিতে গিয়ে দণ্ডিত হলেন কনের বাবা ও এক মাতবর। রোববার রাতে ভ্রাম্যমাণ আদালত কনের বাবা ও গ্রাম্য মাতবরকে ২৫ দিন করে কারাদণ্ড দিয়েছে। গত শনিবার ষোলোটাকা ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করেন মেহেরপুরের জেলা প্রশাসক শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান বলেন, কনে ছিল সপ্তম শ্রেণীর ছাত্রী। রোববার রাতে তার বাবা পাশের গ্রামে মেয়েটিকে বিয়ে দিচ্ছিলেন। তাকে এ কাজে সহায়তা করছিলেন গ্রামেরই এক মাতবর। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে এ দু’জনকে ২৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়। ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে