মেহেরপুর: চেয়ারে বসে আছেন অন্ধ এক রোগী। তার সামনে বাজনার তালে তালে নেচে গেয়ে ফ'ণা তুলে জিন হাজির করার চেষ্টা করছেন কবিরাজ। পাশেই একটি পাত্রে ধুপের আগুন। জিন আসার পরই মাটিতে পোতা কয়েকটি কলাগাছ সরিয়ে নেয়ার দায়িত্ব দেয়া হয়েছে কয়েকজন অবিবাহিত যুবককে। অবশেষে ধরা দিলো জিন! মাটিতে লু'টিয়ে পড়লেন কবিরাজ। কিছুক্ষণ পরে জ্ঞা'ন হারালেন। ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হলো রোগীকে। আধা ঘণ্টা পর জ্ঞা'ন ফিরলো কবিরাজের।
এভাবেই মেহেরপুরের হিজুলি গ্রামে গত চার দিন ধরে পুরাতন নেছা নামে এক অন্ধ নারীর অন্ধত্ব দূর করতে চিকিৎসা করছেন রাজশাহী থেকে আসা আসাদুল হক নামে এক কবিরাজ। সচেতন মহল ও চিকিৎসকরা বলছেন- এ চিকিৎসার কোনো ভিত্তি নেই। দ্রুতই এ ধরনের কবিরাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।
কবিরাজ আসাদুল হক দাবি করেন, তিনি সম্পূর্ণ কুরআন-সুন্নাহর আলোকে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তার চিকিৎসায় অনেক রোগী সুস্থ হয়েছেন। অথচ এই অন্ধ পুরাতন নেছা ভালো হবে কি-না তার জানা নেই।
অন্ধ পুরাতন নেছার স্বামী আব্দুল মাবুদ জানান, ঘটনা গেল দুই বছর আগের। তার বাড়ির ঘর থেকে ২৭টি সাপ মা'রা হয়। কয়েকমাস পরই তার স্ত্রীর মাথায় ব্রে'ন টিউ'মার ধরা পড়ে। চিকিৎসক ও কবিরাজের কাছ থেকে চিকিৎসা নেয়ার পরও দুই চোখ অন্ধ হয়ে যায় তার। পরে রাজশাহীর ওই কবিরাজের শরণাপন্ন হন তিনি। কবিরাজ জানান জিনে তার দুই চোখ পর্দা দিয়ে ঢেকে দিয়েছে। তারপরই তিনি এ চিকিৎসার পরামর্শ দেন। অতঃপর আয়োজন করা হয় ঝাপান গানের। চেষ্টা করা হয় জিন হাজিরের। আর এ চিকিৎসা সেবা দেখতে ভিড় জমান হাজারও মানুষ।
এ বিষয়ে মেহেরপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জ'ন ডা. অলোক কুমার দাস বলেন, এটি অপচি'কিৎসা। দ্রুতই এর সঙ্গে জড়িতদের জবাবদি'হিতার আওতায় আনা হবে।