বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ১১:১৬:১৮

জমছে খেলা মামা-ভাগ্নের

জমছে খেলা মামা-ভাগ্নের

নীলফামারী : খেলা জমছে এবার মামা আর ভাগ্নের। ‘মামা-ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে- প্রবাদবাক্যটিকে ভুল প্রমাণিত করে জেলার জলঢাকা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মামা-ভাগ্নের লড়াই চলছে। শুধু লড়াই নয়, পথসভাগুলোতে কেউ কাউকে ছাড়ও দিচ্ছেন না। জলঢাকা পৌরসভার বর্তমান মেয়র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইলিয়াছ হোসেন বাবলু নারিকেল গাছ প্রতীকে নির্বাচন করছেন। অপরদিকে মেয়রের মামা জলঢাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচন করছেন। ভাগ্নে ইলিয়াছ হোসেন বাবলু গত নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জয়লাভ করেন। এবার দলীয়ভাবে নির্বাচন হওয়ায় মনোনয়ন লাভের আশায় ২৫ নভেম্বর আওয়ামী লীগে যোগ দেন তিনি। কিন্তু দল তাকে মনোনয়ন না দেয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মামার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইলিয়াছ হোসেন বাবলু মামার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মামা উপজেলা ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে আমার চেয়ারের প্রতি চোখ দিয়েছেন। তিনি বলেন, গত চার বছর আমি যে উন্নয়ন করেছি তাতে জনগণ আবার আমাকেই বেছে নেবেন। মামা আমার কর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। এভাবে চলতে থাকলে সঠিক ভোট হবে কি না সন্দেহ। তিনি মামাকে প্রতিদ্বন্দ্বী না ভেবে বিএনপি প্রার্থীকেই মূল প্রতিদ্বন্দ্বী ভাবছেন। অপরদিকে মামা আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন, হাসিনা সরকার দেশে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছে। সেই জোয়ারে ভাগ্নের নারিকেল গাছ ভেসে যাবে। জনগণ উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দেবেন। তিনি বলেন, জলঢাকা পৌরসভায় তার ভাগ্নে কোনো কাজ করেনি। পৌরসভার কোনো উন্নয়ন নেই। পৌরসভার কাঁচাবাজারটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তিনি ভাগ্নেকে প্রতিদ্বন্দ্বী না ভেবে বিএনপি প্রার্থী ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীকে মূল প্রতিদ্বন্দ্বী ভাবছেন। ২৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে