বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৮:৪৪:১০

ধরা খেল জামাই-শাশুড়ি

ধরা খেল জামাই-শাশুড়ি

মেহেরপুর প্রতিনিধি : বাল্যবিয়ের অপরাধে ধরা খেলেন বর-শাশুড়ি। জেলা শহরের শেখপাড়ায় বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের মা ও বরকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কমিশনার শাহিনুজ্জামান আজ বৃহস্পতিবার বিকেলে এ কারাদণ্ডের আদেশ দেন। কনের মা সুফিয়া বেগমকে (৪৪) সাতদিনের এবং বর আব্দুস সালামকে (২২) পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় বাল্যবিয়ে রেজিস্ট্রি করার অপরাধে কাজীর রেজিস্টার বই জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান সাংবাদিকদের জানান, শহরের শেখপাড়ায় মৃত আব্দুল গনির স্কুলপড়ুয়া মেয়ে কনিকার সঙ্গে খাঁ পাড়ার শফিকুল ইসলামের ছেলে আব্দুস সালামের এক মাস আগে গোপনে বিয়ে হয়। তিনি জানান, আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন ছিল আজ। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম বিয়েবাড়িতে গিয়ে বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের মা ও বরকে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়। পরে বাল্যবিয়ে রেজিস্ট্রি করার অপরাধে কাজী অফিসে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। আদালতের উপস্থিতি টের পেয়ে কাজী মসলেম আলী পালিয়ে যান। পরে কাজী অফিসের ৫০টি বিয়ের রেজিস্টার্ড জব্দ করে। ২৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে