রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ১০:৫২:১১

বিয়ে করার খেসারত

 বিয়ে করার খেসারত

মেহেরপুর : নাবালিকাকে বিয়ে করার খেসারত দিতে হচ্ছে বরকে। এ অপরাধে মারুফ হোসেন (২৫) নামের এক ব্যবসায়ীকে ২৫ দিনের জেল, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনা ঘটেছে মেহেরপুরের গাংনীতে রোববার সন্ধ্যা ৭ টার দিকে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনীর সহকারী কমিশনার (ভূমি) রাহাত মানান এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত মারুফ হোসেন গাংনী বাজারের মতিয়ার স্টোরের মালিক মতিয়ার রহমানের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাংনী শহরের মতিয়ার রহমানের ছেলে মারুফ হোসেন দু'সপ্তাহ আগে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে রিমা খাতুন নামের এক নাবালিকাকে বিয়ে করেন। এ খবর পেয়ে কনের বাড়িতে অভিযান চালালে আগেই পালিয়ে যায় তারা। পরে বর মারুফ হোসেনকে আটক করলে তিনি তা স্বীকার করেন। পরে আদালত এ আদেশ দেন। ৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে