মেয়ের বিয়ে, বাবার জেল
মেহেরপুর : বয়স না হওয়ায় মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে বাবাকে ৭ দিন জেল ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে মেহেরপুরে।
মেয়ের বাবা মিজানুর রহমানকে সোমবার বিকেল ৩ টার দিকে মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান ভ্রাম্যমাণ আদালতে এ আদেশ দেন। দণ্ডিত মিজানুর রহমানের বাড়ি সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাস খানেক আগে গাংনীর মারুফ হাসান নামের এক যুবকের সাথে দক্ষিণ শালিকা গ্রামের সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী মেরিনা খাতুনকে বিয়ে দেয়া হয়।
এ খবর পেয়ে সোমবার দুপুরে কনের বাড়িতে অভিযান চালিয়ে কনের বাবা মিজানুর রহমানকে ৭ দিন জেল ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
৪ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�