মেহেরপুর : বয়স না হওয়ায় বিয়ে দেয়ার খেসারত, কনের বাবাকে ২০ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। জেলার গাংনী উপজেলার কামারখালী গ্রামে শামীম হোসেন নামে এক ব্যক্তিকে ২০দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেল চারটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হাসান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শামীম হোসেনের বাড়ি গাংনী উপজেলার কামারখালী গ্রামে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শামীম হোসেন তার সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েকে গত শুক্রবার গোপনে খলিসাকুন্ডি গ্রামের রিন্টুর সঙ্গে বিয়ে দেন। খবর পেয়ে শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল তার বাড়িতে অভিযান চালায়।
অপরাধ স্বীকার করায় কনের বাবা শামীম হোসেনের ২০ দিনের জেল দেয় ভ্রাম্যমাণ আদালত।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম