মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৪০:১০

ভাড়ার জন্য মা-মেয়ের নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা

ভাড়ার জন্য মা-মেয়ের নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা

মেহেরপুর : বাড়িভাড়ার জন্য বাড়িওয়ালার স্ত্রী-মেয়ের নির্যাতনে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ।  ঘটনাটি ঘটেছে মেহেরপুর শহরে।  বাড়িভাড়া পরিশোধ করতে না পেরে নারগিস বেগম (২৮) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনা ঘটে মঙ্গলবার সকাল ১০টার দিকে।  নিহত নারগিস শহরের মল্লিকপাড়ার বাসচালক জান্টুর স্ত্রী।  নিহতের রুশি ও অনিক নামের ফুটফুটে দুটি সন্তান রয়েছে।

নারগিসের স্বামী জান্টু গণমাধ্যমকে জানান, এক বছর ধরে বাসস্ট্যান্ড পাড়ার মৃত ফকির শেখের বাড়িতে ভাড়ায় আছি।  দুই মাস কোনো কাজ না থাকায় বাড়িওয়ালাকে ভাড়া দিতে পারিনি।  কয়েক দিনের মধ্যে পরিশোধ করা কথা ছিল।

তিনি জানান, আজ ভোরে আমি কুষ্টিয়ায় গাড়ি আনতে যাই।  এ সময় বাড়িওয়ালার স্ত্রী রিজিয়া ও মেয়ে আমার স্ত্রী নারগিসকে বেধড়ক মারপিট করে বাড়ি ছেড়ে দিতে বলে।  পরে আমার স্ত্রী অভিমান করে নিজ ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

নিহতের ছেলে অনিক জানায়, সকালে বাড়ির মালিক আমার মাকে মারপিট করেছে।  পরে আমরা দাদার বাড়িতে দাদাকে ডাকতে যাই।  এসে দেখি মা মারা গেছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে