বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৫০:৫৫

বিয়ে না দিলে পাবে ছাগল

বিয়ে না দিলে পাবে ছাগল

মেহেরপুর : বাল্যবিয়ে প্রতিরোধে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মেহেরপুর জেলা প্রশাসন।  বয়সের আগে বিয়ে না দিলে দেয়া হবে ছাগল।  আজ সেই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ মিলানয়তনে।

বাল্যবিয়ে প্রতিরোধে ঝুঁকিপূর্ণ অতি দরিদ্র ২০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।  

আজ বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ মিলানয়তনে ইউপি চেয়ারম্যান সামছুল আলমের সভাপতিত্বে ছাগল বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম।  

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনু হাসান, সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান।  বক্তব্য রাখেন সাংবাদিক রফিক-উল আলম।
২৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে