মেহেরপুর প্রতিনিধি : দুজনে দুজনার হয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন তারা। কিন্তু পথে বাধা হয়ে দাঁড়ায় বয়স। পরিবার বিয়ে দিতে রাজি না হওয়ায় প্রথমে বিষপানে আত্মহত্যা করেন প্রেমিকা। প্রেমিকার বিষপানের খবর পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন প্রেমিক।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মেহেরপুরের গাংনীর বামন্দী ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে। হতভাগ্য প্রেমিক যুগল হলেন তাপসিয়া খাতুন মুন্নি (১৩) ও মিনারুল ইসলাম (১৮)। তাপসিয়া স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। তিনি উপজেলার বালিয়াঘাট গ্রামের মুন্তাজ আলীর মেয়ে।
এলাকাবাসী জানান, মিনারুল ও মুন্নির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের জন্য তারা বাড়িতে অভিভাবকদের জানান। মুন্নি সাবালিকা না হওয়ায় তার পরিবার বিয়েতে বাধা দেয়।
এদিকে মিনারুলকে বিয়ে করাতে তার পরিবার অন্যত্র পাত্রী খোঁজ করে। প্রেমিকের পাত্রী খোঁজার খবর পেয়ে মুন্নি বুধবার বিকেলে বিষপান করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দী শহরের একটি ক্লিনিকে ভর্তি করে। রাতে তার মৃত্যু হয়।
এদিকে মুন্নির মৃত্যুর খবর পেয়ে প্রেমিক মিনারুল নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, তাদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। ময়নাতদন্তের জন্য তাদের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
২৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম