সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ০৪:১৬:৫০

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

এমটিনিউজ২৪ ডেস্ক : মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে তাকে গ্রেফতার দেখিয়েছে মুজিবনগর থানা পুলিশ।

মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চলমান। এ অভিযানে রফিকুল ইসলাম তোতাকে গ্রেফতার করে মুজিবনগর থানায় নেয়া হয়। বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, রফিকুল ইসলাম তোতাকে একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাকে মেহেরপুর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, রফিকুল ইসলাম তোতা গেল উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত  রফিকুল ইসলাম তোতা নির্বাচনে পরাজয় বরণ করেছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলুর কাছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে