শনিবার, ০৩ জানুয়ারী, ২০২৬, ০২:৩৭:২৪

বোমা বিস্ফোরণ ঘটিয়ে টাকা ছিনতাই

বোমা বিস্ফোরণ ঘটিয়ে টাকা ছিনতাই

এমটিনিউজ২৪ ডেস্ক : মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে এনএস টেলিকম দোকানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নগদ ১ লাখ ৯০ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে সদর উপজেলার তেরঘরিয়া টাওয়ারপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত টেলিকম ব্যবসায়ীর নাম নাহিদ ইসলাম (৩৪)। তিনি ওই এলাকার বেকা মোল্লার ছেলে। ঘটনার পর তাকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ জন মুখোশধারী ডাকাত একটি মোটরসাইকেলে এসে তেরঘরিয়া টাওয়ারের নিচে অবস্থিত এন এস টেলিকমে প্রবেশ করে। এ সময় তারা দেশীয় অস্ত্রের মুখে নাহিদকে জিম্মি করে তার ব্যাগে থাকা ১ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি বিকাশ, নগদ, রকেট ও উপায়—এই চারটি মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনের কাজে ব্যবহৃত মোবাইল ফোনও ছিনতাই করে নিয়ে যায়।

একপর্যায়ে ডাকাতরা নাহিদকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে এবং পালিয়ে যাওয়ার সময় দোকানের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত ব্যবসায়ী নাহিদ ইসলাম জানান, মুখোশধারী ৩ জন ব্যক্তি তাকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানের নগদ টাকা ও মোবাইল ব্যাংকিংয়ের চারটি ফোন নিয়ে যায়। পালানোর সময় তারা বোমার বিস্ফোরণ ঘটায়, এতে তিনি ও এলাকাবাসী ভীত হয়ে পড়েন। এই ঘটনায় তার প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। 

তিনি আরও বলেন, বোমা বিস্ফোরণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে